শনিবার, ডিসেম্বর ৭

ইশরাক হোসেনকে প্রধান আসামি করে বরিশালে বিএনপির শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

0

বাংলাদেশ থেকে বরিশাল প্রতিনিধি: বিএনপি নেতা ইশরাক হোসেনকে প্রধান আসামি করে শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বরিশালে মামলার ঘটনায় বাকি আসামিদের খুঁজছে পুলিশ। শনিবার সন্ধ্যায় জেলার গৌরনদী মডেল থানায় মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রাসেল রাঢ়ী মামলাটি দায়ের করেন। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, মামলায় এরই মধ্যে এজাহারভুক্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলমান আছে। পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে এ মামলায় ইশরাকসহ ৭০ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়। মামলার অভিযোগে বলা হয়েছে, ইশরাকসহ নেতাকর্মীরা গৌরনদীর মাহিলাড়া আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছেন। এ বিষয়ে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল রাব্বি বলেন, বিএনপি নেতা ইশরাক দলবল নিয়ে আওয়ামী লীগ অফিস ভাঙচুর করেন এবং লোকজনকে মারধর করেন। এ ঘটনায় সাতজনকে আটক করা হয়েছে। তাদেরকে রবিবার আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলমান আছে বলেও জানান তিনি। গ্রেফতার কৃতরা হলেন, মো. মনিরুল ইসলাম, পলাশ হোসেন, বেল্লাল হোসেন আকন, কাজি আমিনুল ইসলাম, তানভির সরকার, মো. সফিজ উদ্দিন, জাকির হোসেন সরদার। উল্লেখ্য, শনিবার বিএনপির বিভাগীয় সমাবেশে যোগদান করতে সড়ক পথে বরিশালে যাওয়ায় সময় গৌরনদীতে ইশরাকের গাড়িবহরে হামলা চালানো হয়। হামলায় বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এতে অন্তত নয়জন আহত হয়েছেন।

Share.