উপদেষ্টা রিজওয়ানার বক্তব্য: ব্যক্তিগত সেফ এক্সিট আমার লক্ষ্য নয়

0

ঢাকা অফিস: এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সম্প্রতি এক বক্তব্য বলেন, কোনো কোনো উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছে। এই বক্তব্যের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, তিনি কোনো সেফ এক্সিট খুঁজছেন না। বুধবার (৮ অক্টোবর) সচিবালয়ে তিনি এ কথা বলেন। সৈয়দা রিজওয়ানা বলেন, নাহিদ ইসলাম যা বলেছেন, এটা কেন বলেছেন—তিনি নিজেই ভালো বলতে পারবেন। এটা তার অভিমান বা অন্য কী কারণে বলেছেন, তা নিয়ে সরকারের মন্তব্য করার কোনো সুযোগ নেই। কোনো উপদেষ্টা সেফ এক্সিট খুঁজছে বলে আমার জানা নেই। আমি ব্যক্তিগতভাবে কোনো সেফ এক্সিট খুঁজছি না। অনেক ঝড়ঝাপটা মোকাবিলা করে দেশে থেকেছি। এখনো দেশেই থাকবো।রিজওয়ানা হাসান বলেন, গণহত্যার বিচার করার বিষয়গুলো বিচারের গতিতে চলছে। আশা করছি, নির্বাচনের আগে কিছু বিচার প্রক্রিয়া শেষ হবে।তিনি বলেন, নির্বাচনে কোন দল অংশ নেবে কি নেবে না, তা আইনি প্রক্রিয়ার বিষয় এবং সেই দলের নিজস্ব সিদ্ধান্তের বিষয়। এটা সরকারের বিষয় নয়। এ সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। অন্য কোনো সরকারের অধীনে নয়।পরিবেশ উপদেষ্টা বলেন, সংস্কারকেন্দ্রিক যেসব বিষয়ে ঐকমত্য হয়নি এটা সঠিক নয়। যেগুলোতে ঐকমত্য হয়েছে সেগুলো বাস্তবায়ন কীভাবে হবে তা নিয়ে আলোচনা হচ্ছে এখন। তবে, রাজনৈতিক আলোচনায় উত্তাপ থাকবে, মত-ভিন্নতা থাকবে।

Share.