বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

এবার ভারত সফর স্থগিত করলেন জাপানের প্রধানমন্ত্রীও

0

ডেস্ক রিপোর্ট: মোদি সরকারের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল পাসের প্রতিবাদে আসামসহ বিভিন্ন অঞ্চলে বিক্ষোভের কারণে সৃষ্ট পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভারত সফর স্থগিত করেছেন জাপানের প্রধানমন্ত্রী আবে শিনজো। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার এক টুইট বার্তায় বিষয়টি জানিয়েছেন। টুইটারে তিনি বলেন, দু’পক্ষ (আবের) এ সফর পেছানোর সিদ্ধান্ত নিয়েছে এবং তা নিকট ভবিষ্যতে পারস্পরিক সুবিধামতো দিনে হবে। ১৫ ডিসেম্বর থেকে তিন দিনের ভারত সফরে যাওয়ার কথা ছিল জাপানের প্রধানমন্ত্রী আবের। গত সপ্তাহেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার ঘোষণা দেন, ওই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আবের বৈঠকের কর্মসূচিও রয়েছে। আসামের গৌহাটিতে সেই বৈঠকের প্রস্তুতি চলছিল বলে গণমাধ্যমের খবরে বলা হয়। এর আগে বৃহস্পতিবার ভারত সফর স্থগিত করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিন দিনের সফরে বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেলে দিল্লি যাওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রীর। কিন্তু ওইদিন দুপুরে হঠাৎ করেই মন্ত্রী ভারত সফর বাতিল করেন। এরপর একইদিনে রাতে স্বরাষ্ট্রমন্ত্রীরও ভারত সফর স্থগিত করার ঘোষণা আসে। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১১টায় সিলেটের তামাবিল হয়ে মেঘালয়ে যাওয়ার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে দুই মন্ত্রী ভারত সফর স্থগিত করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Share.