শনিবার, ডিসেম্বর ৭

ওএমএসের ৩২০ বস্তা চাল জব্দ, গাজীপুরে আটক-২

0

বাংলাদেশ থেকে গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের চত্বর বাজার থেকে ৩২০ বস্তা ওএমএসের চাল জব্দ করেছে পুলিশ। সোমবার রাতে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা পুলিশ স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই চাল জব্দ করে। এ ঘটনায় জড়িত চত্বর বাজারের বিশ্বাস স্টোরের মালিক সাইফুল ইসলাম স্বপন (৩৭) ও তার কর্মচারী আফজাল হোসেনকে আটক করা হয়েছে। স্বপন শিমুলতলী এলাকার সারোয়ার হোসেন মন্ডলের ছেলে এবং আফজাল কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থানা এলাকার সামসুল হকের ছেলে। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের চত্বর বাজার এলাকার বিশ্বাস স্টোরে অভিযান চালায় পুলিশ। দোকানে রাখা ৩২০ বস্তা চাল জব্দ করা হয়। ঘটনাটি সোমবার রাতে হওয়ায় তাৎক্ষণিক পরিবহন করা সম্ভব হয়নি। তাই ওই বাজার কমিটির সভাপতি ও সম্পাদকের জিম্মায় রাখা হয়েছে। মঙ্গলবারে থানা হেফাজতে নিয়ে আসা হবে।

Share.