করোনায় মানবিক সহায়তা দিয়ে সম্মাননা পুরস্কার পেল ইংল্যান্ডের মসজিদ

0

ডেস্ক রিপোর্ট: করোনা ভাইরাসের সংক্রমনকালীন মানবিক সহায়তা করায় ইংল্যান্ডের উত্তর অক্সফোর্ডশায়ারের সংসদ সদস্য ভিক্টোরিয়া প্রেন্টিসের কাছ থেকে বিশেষ সম্মাননা পুরস্কার পেয়েছে বানবুরি মাদানি মসজিদ। ১৪ আগস্ট এ পুরস্কার গ্রহণ করে মসজিদ কর্তৃপক্ষ। মসজিদকে দেওয়া শুভেচ্ছা বার্তায় ভিক্টোরিয়া প্রেন্টিস লেখেন, ‘লকডাউনের সময় ঝুঁকি গ্রহণ করে মানুষের সেবায় এগিয়ে আসায় আপনাদের ধন্যবাদ।’প্রেন্টিস আরো বলেন, ‘করোনা মহামারির সময় সমাজসেবায় এগিয়ে আসা অদেখা বীরদের সম্মাননা প্রদানের সিদ্ধান্ত হয়। বানবুরি এলাকাবাসীর জন্য আপনারা খাদ্য সরবরাহ করেছেন। আপনাদের সবাইকে অশেষ কৃতজ্ঞতা। রমজান মাসেও আপনারা আধ্যাত্মিকভাবে মানুষের সেবা করে যান।’গত সপ্তাহে মসজিদটির তত্ত্বাবধানে কমিউনিটির সবার জন্য খাদ্য, ওষুধপত্র, চিকিৎসাসেবা ও ফ্রিজের ব্যবস্থা করা হয়। করোনাকালে মসজিদের স্বেচ্ছাসেবীরা আইসোলেশনে থাকা হাজারের বেশি দুর্বল ব্যক্তির খাদ্য সরবরাহ করে।

Share.