বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

কলকাতার বাজারে পেঁয়াজের দাম ১৫০ রুপি!

0

ডেস্ক রিপোর্ট: ভারতের কলকাতায়ও লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম। বৃহস্পতিবার খুচরা বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। বুধবার যেখানে পাইকারি বাজারে এক কেজি পেঁয়াজের দাম ১০০ রুপি ছিল, সেখানে বৃহস্পতিবার কলকাতার খুচরা বাজারে এক কেজি পেঁয়াজ ১৪০ থেকে ১৫০ রুপিতে কিনতে হচ্ছে । এ দিন পাইকারি বাজারেও পেঁয়াজের দাম ১০০ ছাড়িয়ে ১১০ রুপিতে গিয়েছে। অতীতে কখনও পেঁয়াজের দাম এত বেশি হয়নি কলকাতায়। তবে কলকাতা তো দূরের কথা, পেঁয়াজ উৎপাদনকারী মহারাষ্ট্রেও পাইকারি বাজারে এখন পেঁয়াজের দাম ১০০ রুপির আশপাশে। সবমিলে গোটা ভারতেই পেঁয়াজের সরবরাহ ব্যাপকভাবে কমে গিয়েছে। কেন্দ্রীয় সরকার বিদেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ নিয়েছে। সেই পেঁয়াজ এসে গেলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করা হচ্ছে। এ মাসের ১০ তারিখের পর মুম্বাই বন্দরে মিশর থেকে আমদানি করা প্রায় ৬ হাজার টন পেঁয়াজ পৌঁছবে। সেখান থেকে প্রতি সপ্তাহে ২০০ টন করে চার সপ্তাহে মোট ৮০০ টন পেঁয়াজ আসার কথা পশ্চিমবঙ্গে। তবে তখন পেঁয়াজের দাম কত হবে, সেটা এখনও ঠিক হয়নি। কলকাতায় কেজি প্রতি ৬০ রুপির মতো দাম হতে পারে বলে মনে করা হচ্ছে।

Share.