কাশ্মীরে ২ ঘণ্টায় ৪ বার ভূমিকম্প

0

ডেস্ক রিপোর্ট: বছরের শেষ সময়ে কেঁপে উঠল ভারতের জম্মু ও কাশ্মীর। ২ ঘণ্টার মধ্যে ৪ বার কেঁপে উঠল জম্মু-কাশ্মীর। ভূমিকম্পের কেন্দ্রস্থল হলো পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মীর। সোমবার রাত পৌনে ১১টার দিকে প্রথমবার কম্পন টের পাওয়া যায়। সে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেল অনুযায়ী ৪.৭। ৬ মিনিট পর আবার কেঁপে ওঠে মাটি। দ্বিতীয়বারের কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৫। তৃতীয় কম্পনটি অনুভূত হয়েছিল রাত ১০টা ৫৮ মিনিটে। সে কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেল অনুসারে ৪.৬। রাত ১১টা ২০ মিনিটে শেষবারের মতো কম্পন অনুভূত হয়। যার মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪। এমনটাই তথ্য দিয়েছে ইয়োরোপিয়ান-মেডিটারনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার। বারবার ভূমিকম্পের ফলে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের বাড়ি থেকে প্রচণ্ড শীতের মধ্যেও বেরিয়ে আসেন বহু মানুষজন। তৃতীয় ও চতুর্থ কম্পনটি হয় ভূপৃষ্ঠ থেকে ৩৬ ও ৬৩ কিলোমিটার গভীরে। রিপোর্ট লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর আসেনি। এদিকে সোমবার রাত ১০টা ২৯ মিনিটে কেঁপে ওঠে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জও। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫।

Share.