শনিবার, ডিসেম্বর ৭

কুতুবদিয়ায় ইউপি চেয়ারম্যান আটক

0

ঢাকা অফিস: কুতুবদিয়ায় ওসির পক্ষে বেশী ভক্তি দেখাতে গিয়ে নিজেই ফেঁসে গেলেন ইউপি চেয়ারম্যান। ওসির ঘুষ, দুর্নীতি, নিরহ লোকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলদারের পক্ষ অবলম্বণ করার বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় দুদকের তদন্ত টিমের কাছে সাক্ষী দিতে যাওয়া লোকজনকে মারধর করেন বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন। শনিবার রাত ১১টায় তাকে কক্সবাজার শহর থেকে আটক করা হয়েছে। রাতেই ইউপি চেয়ারম্যানকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। প্রবাদ আছে অতি ভক্তি……লক্ষণ। স্থানীয় বাসিন্দাদের সেবার পক্ষে না নিয়ে ওসির ঘুষের পক্ষ নেয়ায় খেসারত দিচ্ছেন চেয়ারম্যা।। চট্টগ্রাম দুদকের উপ-সহকারি পরিচালক শরিফ উদ্দিন বলেন, কুতুবদিয়া থানার ওসি দিদারুল ফেরদৌস, এসআই জয়নাল আবেদীন, এএসআই স্বজল দাশের বিরুদ্ধে ৪০ লাখ টাকা ঘুষ, দুর্নীতি, নিরহ লোকদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও দখলদারের পক্ষ নেয়াসহ নানা অভিযোগে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন কুতুবদিয়ার মনোয়ার ইসলাম মুকুল। অভিযোগটি চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেন হাইকোর্ট। ওই নির্দেশের ভিত্তিতে চট্টগ্রাম দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-সহকারি পরিচালক শরীফ উদ্দিনের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধিদল কুতুবদিয়া যান। দুদকের প্রতিনিধিদল তদন্তের জন্য সাক্ষীদের সদর উপজেলায় আসার জন্য অনুরোধ করেন। এ খবর জানতে পেরে ওসির পক্ষাবলম্বণ করে বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ উদ্দিন ছোটনের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল হামলা চালিয়ে সাক্ষীদের বেধড়ক মারধর করে অপহরণের চেষ্টা চালায়। পরে দুদকের হস্তক্ষেপে আহতদের রক্ষাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়। এ ব্যাপারে মামলা নেয়ার জন্য কুতুবদিয়া থানাকে নির্দেশ দেন দুদক প্রতিনিধিদল। চট্টগ্রাম দুদকের উপ-সহকারি পরিচালক জাফর সাদেক শিবলী সত্যতা নিশ্চিত করেছেন।

Share.