ডেস্ক রিপোর্ট: ১ লাখ ২০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় ১ কোটির বেশি) মূল্যের একটি শিল্পকর্ম খেয়ে ফেলেছেন নিউ ইয়র্কের এক শিল্পী ডেডিভ ডাটুনা। কমেডিয়ান শিরোনামের ওই শিল্পকর্মটি ইতালীয় শিল্পী মৌরিজিও কাটেলানের তৈরি। যুক্তরাষ্ট্রের মিয়ামির আর্ট বাসেল আন্তর্জাতিক গ্যালারিতে তা প্রদর্শন করা হচ্ছিল। দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে। গত সপ্তাহে তিন ক্রেতা সীমিত সংস্করণের এই শিল্পকর্মটি কিনেছিলেন। কিন্তু পারফরমেন্স আর্টিস্ট ডেভিড ডাটুনা গ্যালারির দেয়াল থেকে তা খুলে শনিবার খেয়ে ফেলেন। তিনি দাবি করেছেন, তিনি ক্ষুধার্ত হওয়ায় গ্যালারির দেয়ালে লাগানো কলাটি খেয়ে ফেলেছেন। ইন্সটাগ্রামে এক পোস্টে তিনি লিখেছেন, আমার আর্ট পারফরমেন্স। আমি মৌরিজিও কাটেলানের শিল্পকর্ম পছন্দ করি। এই প্রদর্শন আমার সত্যিকার অর্থেই পছন্দ হয়েছে। এটি ছিল খুব সুস্বাদু। ঘটনার পর প্রথমে গ্যালারির কর্মকর্তারা ক্ষুব্ধ হলেও পরে দেয়ালে নতুন কলা লাগানো হয়েছে। ডেভিডের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এই ঘটনাটি শিল্পকর্মের জন্য নতুন অর্থ হাজির করেছে বলে দাবি করেছেন গ্যালারির প্রতিষ্ঠাতা এমানুয়েল পেরোটিন। তিনি বলেছেন, মৌরিজিও’র কাজ শুধু বস্তুর বিষয়ে নয়, তার কাজ হলো বস্তু কীভাবে স্থানান্তরিত হয়। শিল্পকর্মটি যিনি কিনেছিলেন তিনি যে সবকিছু হারিয়েছেন তা নয়। যে চুক্তিতে শিল্পকর্মটি বিক্রি করা হয়েছে তাতে শিল্পী আরেকটি সংস্করণ পুনরায় মালিককে বুঝিয়ে দিতে পারবেন। গ্যালারির পরিচালক লুসিয়েন টেরাস বলেন, ডাটুনা শিল্পকর্মটি ধ্বংস করে ফেলেননি। কলা ছিল একটি আইডিয়া মাত্র। কয়েক মিনিট পরেই দেয়ালে আরেকটি কলা লাগানো হয়েছে। আইডিয়ার মৃত্যু নেই, তা বেঁচে থাকে। কাটেলান তার হাস্যরসাত্মক শিল্পকর্মের জন্য পরিচিত। তিনি কলাটি স্থানীয় একটি ফলের বাজার থেকে কিনেছিলেন।
কোটি টাকার শিল্পকর্ম খেয়ে ফেললেন ‘ক্ষুধার্ত’ শিল্পী
0
Share.