বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

কোহলির হোটেল রুমের গোপন ভিডিও, হোটেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

0

স্পোর্টস রিপোর্ট: বিতর্ক যেন পিছু ছাড়েনা কোহলির। টি-টিয়েন্টি বিশ্বকাপে এবার নতুন বিতর্ক। এবার পার্থে ভারতীয় দলের হোটেলে নিরাপত্তা ব্যবস্থা নিয়েই উঠল বড় প্রশ্ন! বিরাট কোহলির ঘরে ঢুকে তার অজান্তেই ভিডিও তুলেছেন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তা টিকটকে ভাইরাল হতেই ক্ষোভ প্রকাশ করেছেন কিং কোহলি। পার্থে ভারতীয় দলকে রাখা হয়েছিল ক্রাউন টাওয়ারস হোটেলে। ভারতীয় দল অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথমে অনুশীলন করছিল পার্থেই। ২৩ অক্টোবর মেলবোর্নে পাকিস্তান ও ২৭ অক্টোবর সিডনিতে নেদারল্যান্ডসকে হারায় ভারত। যদিও গতকাল পার্থে দক্ষিণ আফ্রিকার কাছে ভারত হেরেছে। এই ম্যাচের পরই সোশ্যাল মিডিয়ায় চাঞ্চল্যকর অভিযোগ করেন বিরাট। বিরাট কোহলি টিকটকে ভাইরাল হওয়া একটি ভিডিও নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। যে ভিডিওটিতে কোনও অডিও নেই। বিরাট কোহলির গোটা ঘরের ছবি ক্যামেরাবন্দি করা হয়েছে। ক্যাপশন লেখা রয়েছে কিং কোহলির হোটেল রুম। বিরাট কোহলিকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। বিরাট ফ্যানেদের আবদার মেনে সেলফি তুলেছেন, ছবি তুলেছেন, অটোগ্রাফও দিয়েছেন। কিন্তু তারপর যে অভিজ্ঞতার কথা তিনি শেয়ার করলেন তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। সবাই তীব্র নিন্দা করছেন। বিরাট কোহলি ইনস্টাগ্রামে লেখেন, ফ্যানেরা পছন্দের ক্রিকেটারদের দেখলে, তাদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পেলে আনন্দিত হন, উত্তেজিত হয়ে পড়েন। আমি সব সময় সেটার তারিফ করি। কিন্তু এই ভিডিও যথেষ্ট আতঙ্কের, আমার ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে বিভ্রান্ত করে তুলেছে। যদি হোটেল রুমে আমার গোপনীয়তা না থাকে, তাহলে আর কোথায় একান্তে কিছুটা সময় কাটানোর জায়গা প্রত্যাশা করব? এ ক্ষেত্রে যে ধরনের পাগলামি হয়েছে এবং আমার গোপনীয়তা লঙ্ঘিত হয়েছে তা একেবারেই সঠিক নয়। মানুষের গোপনীয়তাকে সম্মান করাই কাম্য। বিরাট কোহলির এই পোস্ট দেখে অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার লিখেছেন, এটা হাস্যকর! এমন ঘটনা মেনে নেওয়া যায় না। পার্থের ক্রাউন টাওয়ারস হোটেলে এমন ঘটনা যে ঘটতে পারে সেটা যে অপ্রত্যাশিত সেটাও বুঝিয়ে দিয়েছেন ওয়ার্নার। ঘটনার নিন্দা করেছেন অর্জুন কাপুর, পরিণীতি চোপড়ার মতো বলিউড তারকারাও। টিকটকে কে ভিডিওটি শেয়ার করেছেন তার পরিচয়ও জানা যায়নি। ভারতীয় দল এখনও অবধি আইসিসি বা ক্রিকেট অস্ট্রেলিয়ার কাছে এ ব্যাপারে অভিযোগ জানায়নি। তবে একটি ক্রিকেট ওয়েবসাইটের দাবি, হোটেল কর্তৃপক্ষ উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। যারা ওই মিডিয়া সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন সেখান থেকে ওই ভিডিও সরিয়ে নেওয়া হয়েছে বলেও দাবি হোটেল কর্তৃপক্ষের।

Share.