বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

কোহলি এক নম্বরে থেকেই শেষ করলেন ২০১৯ !

0

স্পোর্টস ডেস্ক: স্টিভ স্মিথকে অনেক পিছনে ফেলে এক নম্বরে ২০১৯ শেষ করলেন বিরাট কোহলি। সারা বছর ধরে চলল সেয়ানে-সেয়ানে লড়াই। দুই জনেই অনবদ্য ক্রিকেট উপহার দিলেন বছরভর। শেষপর্যন্ত জয়ী কিং কোহলি। আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে এক নম্বর ব্যাটসম্যান হিসাবে ২০১৯ শেষ করলেন বিরাট কোহলি। দ্বিতীয় স্থানে স্টিভ স্মিথ। এক বছরের নির্বাসন কাটিয়ে বাইশ গজে ফিরে ফের স্বমহিমায় বিশ্ব ক্রিকেটে রাজ করছেন স্মিথ। ৯২৮ পয়েন্ট নিয়ে এক নম্বরে শেষ করলেন বিরাট কোহলি। ৯১১ পয়েন্ট নিয়ে দুই নম্বর স্থানে শেষ করলেন স্টিভ স্মিথ। বোলারদের মধ্যে এক নম্বরে শেষ করলেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। ভারতীয় বোলারদের মধ্যে সবার ওপরে জশপ্রীত বুমরাহ। ৬ নম্বরে শেষ করলেন ভারতীয় স্পিডস্টার।

Share.