ঢাকা অফিস: বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া চরপাড়া গ্রামে ক্যারাম খেলা নিয়ে শহীদ শেখ (৪০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত শহীদ শেখ চিতলমারী উপজেলার বড়বাড়িয়া চরপাড়া গ্রামের ফায়জুল শেখের ছেলে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মীর শরিফুল ইসলাম মুঠোফোনে এ হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার দুপুরে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া চরপাড়া এলাকায় ক্যারাম খেলা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তার চাচাতো ভাই ধারাল দা দিয়ে তাতে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে চিতলমারি হাসপাতারে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎকরা জানান। নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল পাঠানোর প্রস্ততি চলছে বলে জানিয়েছেন ওসি।
ক্যারাম খেলা নিয়ে কথা-কাটাকাটি, কুপিয়ে হত্যা
0
Share.