শনিবার, ডিসেম্বর ৭

ক্রেতাকে রড দিয়ে পিটিয়ে মারলেন দোকানদার

0

ডেস্ক রিপোর্ট: বাকির খাতা দিনে দিনে ভরে যাচ্ছিল এক ক্রেতার। কিন্তু টাকা দিচ্ছিলেন না কিছুতেই। সেই রাগে ক্রেতাকে লোহার রড দিয়ে পিটিয়ে মারলেন দোকানদার। শনিবার এমনই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের গ্বালিয়রে। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুভাষ। বয়স ২৪ বছর। ললিতপুর কলোনির বাসিন্দা। স্থানীয় একটি দোকান থেকে নিয়মিত বাকি খাচ্ছিলেন তিনি। কিন্তু টাকা দিচ্ছিলেন না। অনেক দিন ধরে পাওনা মিটিয়ে দেওয়ার জন্য সুভাষকে অনুরোধ করছিলেন দোকানদার। শনিবার এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। এ সময় দোকানদার করণ সিং যাদব তার ছেলে শচীনকে ফোন করে ডেকে আনেন। এরপর বাপ-ছেলে মিলে ক্রেতা সুভাষকে লোহার রড দিয়ে বেধড়ক পেটান। এতে সারা শরীর রক্তে ভেসে যায় সুভাষের। ঘটনার পর সুভাষকে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুরো ঘটনাটি সিসিটিভি ক্যামেরাতে ধরা পড়েছে। দোকানদার করণ সিং যাদব এবং তার ছেলে শচীনকে খুনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।

Share.