শনিবার, ডিসেম্বর ৭

চুটিয়ে দীর্ঘ ৩ বছর প্রেম করার পর ইতি টানলেন হুমা কোরেশি

0

বিনোদন ডেস্ক: দীর্ঘ ৩ বছর চুটিয়ে প্রেম করার পর এরবার সম্পর্কের ইতি টানলেন অভিনেত্রী হুমা কোরেশি। পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার মুদাসসার আজিজের সঙ্গে প্রেমে মজেছিলেন এই অভিনেত্রী। ধারণা করা হচ্ছে, মন-মালিন্য বা ঝগড়া-বিবাদের মতো ঘটনা ঘটেছিল হুমা-মুদাসসারের মাঝে। কিন্তু কি কারণে সম্পর্কের এই অবস্থা সে বিষয়ে সঠিক কিছু জানা যায়নি। এদিকে, সম্পর্ক ভেঙে গেলেও তারা বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখবেন এবং একসঙ্গে সিনেমাও প্রযোজনা করবেন বলে জানা গেছে। ১৯৮৬ সালের ২৮ জুলাই জন্ম এই অভিনেত্রীর। হুমা মূলত হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। প্রথমে তিনি থিয়েটার অভিনেত্রী এবং মডেল হিসেবে কাজ করেন। বিভিন্ন নাটকের প্রযোজনার কাজ করার পর তিনি মুম্বাইতে চলে যান এবং টেলিভিশন বিজ্ঞাপনে উপস্থিত হওয়ার জন্য হিন্দুস্তান ইউনিলিভারের সাথে দুই বছরের চুক্তি স্বাক্ষর করেন। স্যামসাং মোবাইলের বাণিজ্যিক বিজ্ঞাপনে দৃশ্যধারনের সময় অনুরাগ কাশ্যব তার অভিনয় ক্ষমতা লক্ষ্য করেন এবং অনুরাগ তার সংস্থার সঙ্গে তিনটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষরিত করান।

Share.