জঙ্গল থেকে স্কুল শিক্ষকের লাশ উদ্ধার

0

ঢাকা অফিস: নেত্রকোনা সদরের কোনাপাড়া এলাকা থেকে উজ্জ্বল চৌধুরী (৩৫) নামে এক স্কুল শিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) ওই এলাকার একটি জঙ্গলের ভেতর থেকে গলায় মাফলার প্যাঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। উজ্জ্বল জেলার মদন উপজেলার গোবিন্দ্রী ইউনিয়নের বড়বাড়ির বাসিন্দা। তিনি গোবিন্দ্রী উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক ছিলেন। কিছুদিনের জন্য নেত্রকোনা শহরের মোক্তারপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহটি উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উন্মোচন হবে।

Share.