জঙ্গি হামলায় বুরকিনা ফাসোয় নিহত- ৩৬

0

ডেস্ক রিপোর্ট: পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর একটি বাজারে জঙ্গি হামলায় ৩৬ বেসামরিক নিহত হয়েছে। সোমবার সানমাতেঙ্গা প্রদেশে এ হামলার ঘটনা ঘটে যাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে দেশটির সরকার, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মঙ্গলবার সরকারি এক বিবৃতিতে বলা হয়, সশস্ত্র জঙ্গিরা আলামউ গ্রামের ওই বাজারে প্রবেশ করে লোকজনেরও ওপর হামলা চালায়, এরপর দোকানপাট পুড়িয়ে দেয়। “নিরপরাধ বেসামরিকদের ওপর বারবার এ ধরনের হামলা প্রতিরক্ষা ও সুরক্ষা বাহিনীর মধ্যে প্রকৃত সহযোগিতার আহ্বান জানাচ্ছে,” বিবৃতিতে বলেছে সরকার। এ হামলার ঘটনায় বুরকিনা ফাসোজুড়ে দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রোচ মার্ক কাবোরে। কারা হামলাটি চালিয়ে তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি বলে রয়টার্স জানিয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে বুরকিনা ফাসোর বেসামরিক ও সামরিক লক্ষ্যস্থলগুলোতে একের পর এক বেপরোয়া হামলা চালাচ্ছে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলো। গত নবেম্বরেও একটি খনির গাড়িবহরের ওপর চালানো এ ধরনের একটি হামলায় প্রায় ৪০ জন নিহত হয়।

Share.