জাতীয় পার্টির নতুন ১০ উপদেষ্টা-১১ভাইস চেয়ারম্যান ও দুই যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা

0

ঢাকা অফিস: বিরোধী দল জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটিতে আরো ১০ জন উপদেষ্টা, ১১ জন ভাইস চেয়ারম্যান এবং ২ জন যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা অনুযায়ি উপদেষ্টা-ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবের নাম ঘোষণা করেন। নতুন ১০জন উপদেষ্টার মধ্যে ৭ জন ভাইস চেয়ারম্যান থেকে পদোন্নতি দিয়ে উপদেষ্টা মন্ডলীর সদস্য করা হয়। এক সপ্তাহের ব্যবধানে এই পদোন্নতি ঘোষণা করা হয়েছে। এদিকে সম্মেলন হয়েছে গত বছরের ২৮ ডিসেম্বর। প্রায় এক মাসেও পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে পারেনি দলটি। দলের গুরুত্বপূর্ণ পদ অনেক ফাঁকা রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্যদের বিভাগওয়ারী সাক্ষাৎকার পর্ব চলমান। ইতোমধ্যে জাপার শীর্ষ পর্যায়ে যাদের নাম ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে পুরনো অনেক নেতাই বাদ পড়েছেন। এতে ক্ষুদ্ধ হয়ে গুরুত্বপূর্ণ পদ দিয়ে ১৬ নেতার নাম ঘোষণা করেন জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এ নিয়ে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে রওশনের মন কালাকালি হয়। এই প্রেক্ষিতে রওশনপন্থী ১৬ জনের মধ্যে কয়েকজনকে বিভিন্ন পদে দায়িত্ব দিয়ে পাল্টা চিঠি দেন গোলাম কাদের। নতুন ১০ জন উপদেষ্টার মধ্যে রয়েছেন- মোর্শেদ মুরাদ ইব্রাহিম (চট্টগ্রাম), মেহজাবিন মোর্শেদ (চট্টগ্রাম), সালাহ উদ্দিন আহমেদ (নোয়াখালী), শাহ-ই আজম (নরসিংদী), দেওয়ান আলী (ঢাকা), বাহাউদ্দিন বাবুল (ঢাকা), অধ্যাপক মহসিন ইসলাম হাবুল (বরিশাল), এ আর ইসলাম (ময়মনসিংহ), পনির উদ্দিন আহমেদ এমপি (কুড়িগ্রাম), এ্যাড. শাহজাদি নাহিনা শান্তা (নারায়ণগঞ্জ)। জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের সময় উপদেষ্টাদের দায়িত্ব বন্টন এবং নাম-এর ক্রমানুসার নির্ধারণ করা হবে। ১১ জন ভাইস চেয়ারম্যানের মধ্যে আছেন, নুরুল ইসলাম তালুকদার এমপি (বগুড়া), পীর মেজবাহ এমপি (সুনামগঞ্জ), জাহাঙ্গীর হাসান মানিক (বরিশাল), এ.এইচ.এম. গোলাম শহীদ রঞ্জু (গাইবান্ধা), সাব্বির আহমেদ (সিলেট), সালাউদ্দিন স্বপন (রাজশাহী), মোবারক হোসেন দুলু (বিঃ বাড়িয়া), আবু সালেক (পঞ্চগড়), আহমেদ শফি রুবেল (দিনাজপুর), নুরুন্নাহার বেগম (ঠাকুরগাঁও), এ্যাড. লাকি বেগম (বিঃবাড়িয়া)। জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের সময় ভাইস চেয়ারম্যানদের নাম-এর ক্রমানুসার নির্ধারণ করা হবে। ২ জন যুগ্ম মহাসচিবের মধ্যে আছেন, জসীম উদ্দিন ভূঁইয়া (নেত্রকোনা), গোলাম মর্তুজা (বরিশাল)।

Share.