জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হকও করোনায় আক্রান্ত

0

ঢাকা: গণস্বাস্থের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন হকও করোনায় আক্রান্ত হয়েছেন। গত দুই দিন আগে তার করোনা পজেটিভ আসে। বর্তমানে ধানমন্ডির বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। এদিকে করোনায় আক্রান্ত হওয়ায় ডা. জাফরুল্লাহ চৌধুরী রাজধানীর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি নিয়মিত চিকিৎসাসেবা এবং খাওয়া দাওয়া করছেন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম মিন্টু। রোববার বিকালে গণস্বাস্থ্য কেন্দ্রে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখতে যান তিনি। এ সময় করোনা পরিস্থিতিতিতে সারা দেশের প্রতিটি জেলায় প্লাজমা ব্যাংক স্থাপন ও করোনা চিকিৎসার জন্য ওষুধের দাম ক্রয়সীমার মধ্যে রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

Share.