বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

ঢামেক হাসপাতালে আত্মহত্যার চেষ্টাকারী সেই নার্স মারা গেছে

0

ঢাকা অফিস: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আত্মহত্যার চেষ্টা সেই স্টাফ নার্স মৌসুমি দত্ত (২৭) অবশেষে মারা গেছেন। শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়। নিহতের স্বামীর নাম সঞ্জয় দাস। গ্রামের বাড়ি পটুয়াাখালী জেলার সদর থানার শিয়া কাঠি গ্রামে। তার বাবার নাম শৈবাল দাস। তিনি চাঁনখারপুল এলাকায় থাকতেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বিল্ডিং এর চতুর্থ তলায় এইচ ডি ইউর নার্সদের ড্রেসিং রুমে মোবাইলে কথা বলছিলেন। এ সময় মৌসুমী কথা বলতে বলতে রাগান্বিত হয়ে মোবাইল ছুঁড়ে ফেলে দিয়ে রুমে যায়। পরে তিনি গজ কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে তার সহকর্মীরা সেখান থেকে তাকে উদ্ধার করে আইসিইউতে ভর্তি করে। তিনি জানান, মৌসুমী মারা যাওয়ার পর তার বাবা ও মার অভিযোগের ভিত্তিতে তার স্বামী সঞ্জয়কে গ্রেফতার করে শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নার্সেস এ্যাসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন পাটওয়ারী জানান, মৌসুমী ২০১৬ সাল থেকে এই হাসপাতালে কর্মরত ছিলেন তিনি।

Share.