বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

দুর্নীতিতে বরখাস্ত হলে বাংলাদেশ ব্যাংককে তথ্য জানাতে হবে

0

ডেস্ক রিপোর্ট: এবার নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের কোন কর্মকর্তা অর্থ আত্মসাৎ, দুর্নীতি, জাল-জালিয়াতি ও নৈতিক স্খলনজনিত কারণে চূড়ান্তভাবে বরখাস্ত হলে সেই তথ্য কেন্দ্রীয় ব্যাংককে পাঠাতে হবে। এছাড়া অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তা নিয়োগ দেওয়ার আগে তার বিষয়ে তথ্য যাচাই করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠানের অসৎ কোন কর্মকর্তার শাস্তি হলে শুধু তার তথ্য যেমন- নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, স্থায়ী ঠিকানা, চূড়ান্ত ভাবে বরখাস্তের তারিখ ও কারণ বাংলাদেশ ব্যাংকের অথরাইজড কর্মকর্তার মাধ্যমে ‘করপোরেট ম্যামোরি ম্যানেজমেন্ট সিস্টেম’ শীর্ষক সফ্টওয়্যারে এন্ট্রি করতে হবে। কোনও কর্মকর্তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করার ৩ তিন কার্যদিবসের মধ্যে প্রযোজ্য তথ্য এন্ট্রি করে শাস্তিমূলক ব্যবস্থার পক্ষে ডকুমেন্টসের কপি বাংলাদেশ ব্যাংকের সচিব বিভাগে পাঠাতে হবে। তবে আদালত বা উপযুক্ত কর্তৃপক্ষ কোনও কর্মকর্তার শাস্তি শিথিল বা মওকুফ করলে সফ্টওয়্যার থেকে ওই কর্মকর্তার তথ্য মুছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট ডকুমেন্টসের কপিসহ সচিব বিভাগকে ৩ তিন কার্যদিবসের মধ্যে অনুরোধ জানাতে হবে।

Share.