সোমবার, জানুয়ারী ১৩

নর্ডিক দেশগুলোর রাষ্ট্রদূতদের সাথে সাক্ষাৎ করলেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের

0

ঢাকা অফিস: নর্ডিক দেশগুলোর রাষ্ট্রদূতদের আমন্ত্রণে সৌজন্য সাক্ষাতে অংশ নিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদের। আজ বুধবার সকালে রাজধানীর গুলশানে সুইডিস অ্যাম্বাসেডরের বাসভবনে এই সৌজন্য সাক্ষৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতি এবং চলমান রাজনীতি নিয়ে মতবিনিময় করেন তারা। জি এম কাদের সুইডিস অ্যাম্বাসেডরের বাসভবনে পৌঁছালে তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হকোন অ্যারাল্ড গুলব্রান্ডসেন, সুইডেনের অ্যাম্বসেডর নিকোলাস ইউকস এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রেক্স মেলার। এ সময় জাতীয় পার্টি চেয়ারম্যানের সাথে ছিলেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু ও প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা।

Share.