সোমবার, ফেব্রুয়ারী ১০

নাইজেরিয়ায় ভয়াবহ জঙ্গি হামলায় শতাধিক নিহত

0

ডেস্ক রিপোর্ট: নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ জঙ্গি হামলায় নিহত হয়েছেন শতাধিক। এছাড়াও, গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। রোববার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম এ ঘটনাটি উঠে আসে। কিন্তু শনিবার (২৮ নভেম্বর) দেশটির বোর্নো প্রদেশের রাজধানী মা‌ইদুগুরির কোশোব গ্রামে এ হামলা চালানো হয়। নিহতদের সবাইকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। স্থানীয় গণমাধ্যমের বরাতে সংবাদ মাধ্যমটি আরও জানায়, নিহতদের সবাই কৃষক। মাঠে কাজ করার সময় এদের সবাইকে ধরে নিয়ে গিয়ে প্রথমে জিহ্বা এবং পরবর্তীতে গলা কেটে হত্যা করে জঙ্গিরা। এছাড়াও, এ ঘটনায় বেশ কয়েকজন নারীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।  হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও, অঞ্চলটি আইএস এবং বোকো হারাম জঙ্গিগোষ্ঠীর আধিপত্য রয়েছে বলে জানা গেছে। হামলায় হতাহতের প্রতি গভীর সমবেদনা জানিয়ে একে ঘৃণ্য হতাকাণ্ড বলে অভিহিত করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি।

Share.