শুক্রবার, ডিসেম্বর ২৭

না’গঞ্জে স্বর্ণের মার্কেটে অগ্নিকান্ড

0

ঢাকা অফিস: নারায়ণগঞ্জে মিনা বাজার এলাকার স্বর্ণের মার্কেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে তিনটি স্বর্ণের দোকান পুড়ে গেছে বলে দাবি করেন দোকানিরা। রবিবার রাত বাংলাদেশ সময় সাড়ে ১০টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুনে একটি স্বর্ণের দোকান ও একটির আংশিক পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

Share.