শনিবার, ডিসেম্বর ৭

নাজমুল হুদার স্ত্রী-কন্যার বিরুদ্ধে দুদকের মামলা

0

ঢাকা অফিস: পৌনে সাত কোটি টাকা পাচার করে লন্ডনে দুইটি ফ্ল্যাট কেনার অভিযোগে বিএনপির সাবেক নেতা ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদা, মেয়ে অন্তরা সেলিমা হুদা ও শ্রাবন্তী আমিনা হুদার বিরুদ্ধে দুইটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।  গতকাল বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুদকের সহকারী পরিচালক মো. শফি উল্লাহ বাদী হয়ে লন্ডারিং আইনে মামলা করেছে। তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে যুক্তরাষ্ট্রে পাচার করে। পরে সেই অর্থ দিয়ে লন্ডনের ওয়াটার গার্ডেনসের বারউড পেলেসে ও হেলনি কোর্টের ডেনহাম রোডে দুইটি ফ্ল্যাট কেনার অভিযোগ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সিঙ্গাপুরেও অর্থপাচারের অভিযোগ আনা হয়ছে মামলার এজাহারে। দুদক জানিয়েছে, মামলার তদন্তে নাজমুল হুদার সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আসামী করা হবে।

Share.