শনিবার, ডিসেম্বর ৭

নিউইয়র্কের ব্রঙ্কসে অগ্নিকাণ্ডে তিন শিশুসহ নিহত-৪

0

ডেস্ক রিপোর্ট:  নিউইয়র্কের ব্রঙ্কসের একটি বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে চারজন নিহ হয়েছে। নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে বলে জানা যায়। ইউনিয়নপোর্ট সেকশনের ক্যাসেল হিল অ্যাভিনিউয়ের কাছে কুইম্বি অ্যাভিনিউ-এর একটি বহুতল বাসভবনে স্থানীয় সময় সকাল ৬টা নাগাদ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বাড়ি থেকে দুই শিশুকে উদ্ধার করে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা আরও এক শিশু এবং এক প্রাপ্তবয়স্ক মারা গেছে বলেও নিশ্চিত করেছেন কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে সবচেয়ে ছোট শিশুর বয়স মাত্র ১০ মাস। অন্যান্যরা হলো ১০ থেকে ১২ বছর বয়সী ছেলে শিশু এবং ২২ বছর বয়সী এক যুবক। শহরের মেডিক্যাল পরীক্ষক তাদের মৃত্যুর কারণ সম্পর্কে জানাবেন। অগ্নিকাণ্ডে আহত এক পুরুষ ও মহিলা রবিবার মধ্যরাতে হাসপাতালে ছিলেন।

Share.