নিউজিল্যান্ড ম্যাচের আগেই সুখবর পেল বাংলাদেশ দল

0

স্পোর্টস ডেস্ক: নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাই পর্বে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে যাত্রা শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেতে হয় শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে।সেই ম্যাচে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে মাঠে নামেন মারুফা আক্তার। কিন্তু চোটের কারণে তিনি মাত্র ৫ ওভার বল করে মাঠ ছাড়তে বাধ্য হন, যা ম্যাচের গতিপথে বড় প্রভাব ফেলেছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।এরই মাঝে বাংলাদেশের নারীদের নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সুখবর এসেছে। বিসিবির এক কর্মকর্তা ক্রিকবাজকে জানান, মারুফা আক্তার পুরোপুরি সুস্থ এবং নিউজিল্যান্ড ম্যাচের জন্য প্রস্তুত। তিনি জানান, মারুফা এখন বোলিং করছেন এবং কোনো ধরনের ব্যথা অনুভব করছেন না। ইংল্যান্ড ম্যাচে তিনি শেষ মুহূর্তে বোলিং করতে চেয়েছিলেন, কিন্তু টিম ম্যানেজম্যান্ট রিস্ক নিতে চায়নি।মারুফা আক্তারের দক্ষতা নিয়ে কোনো সন্দেহ নেই। চলতি নারী ওয়ানডে বিশ্বকাপে তিনি দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। তার ইনসুইং বোলিংয়ে বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছে। লঙ্কান কিংবদন্তি লাসিথ মালিঙ্গা পর্যন্ত প্রথম ওভারে ইংল্যান্ডের ব্যাটসম্যানদের উইকেট শিকারের পরে তাকে ‘বিশ্বকাপের সেরা’ হিসেবে উল্লেখ করেছিলেন।পাকিস্তান ম্যাচে যেমন মারুফা দুর্দান্ত শুরু করেছিলেন, ইংল্যান্ডের বিপক্ষে ততটাই প্রভাব ফেলেছিলেন। প্রথম ওভারেই তিনি গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনেছিলেন এবং পাওয়ার প্লেতে ইংল্যান্ডের দ্বিতীয় উইকেট শিকার করেছিলেন। কিন্তু শেষ দিকে দলের জন্য তার অভাব অনুভূত হয়।নিউজিল্যান্ডের বিপক্ষে এই পেসারের উপস্থিতি বাংলাদেশের জন্য বড় শক্তি যোগ করবে। চোট মুক্ত ও আত্মবিশ্বাসী মারুফা আক্তার এবার দলের বোলিং বিভাগকে আরও শক্তিশালী করতে পারবেন, যা বাংলাদেশের বিশ্বকাপ মিশনে নতুন মাত্রা যোগ করবে।

Share.