শনিবার, ডিসেম্বর ৭

নিজেকে বাঁচাতে করতে ৯৯৯-এ কল চোর

0

বাংলাদেশ থেকে চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় সাইকেল চুরির করে পালানোর সময় নয়ন সরকার (২২) নামে এক যুবককে আটক করে স্থানীয়রা। এ সময় মারধরের হাত থেকে নিজেকে রক্ষা করতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সাহায্য চান তিনি। পরে শাহাপুর ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাইসাইকেলসহ অভিযুক্ত নয়নকে উদ্ধার করে জীবননগর থানায় হস্তান্তর করে। বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নয়ন জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঝড়ি গ্রামে বসবাস করেন। নয়নের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি মামলার ওয়ারেন্ট রয়েছে বলে নিশ্চিত করেছেন জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক। স্থানীয়রা জানান, শ্যামপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আসাদুল হকের বাইসাইকেলটি গতকাল বুধবার সকালে দর্শনা বাজার থেকে চুরি হয়ে যায়। খোঁজাখুঁজি পর আন্দুলবাড়িয়ার দেহাটি তেলপাম্পের কাছ থেকে বাইসাইকেলসহ অভিযুক্ত নয়ন সরকারকে আটক করে স্থানীয়রা। এ সময় গণপিটুনির হাত থেকে নিজেকে রক্ষা করতে নয়ন ৯৯৯-এ কল করে সাহায্য চাইলে পুলিশ তাকে উদ্ধার করে। পরে যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকের কাছে বাইসাইকেলটি হস্তান্তর করে পুলিশ।

Share.