বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

পাকিস্তানে ৫.৮ মাত্রার ভূমিকম্প

0

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া অঞ্চলে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার ভূমিকম্পে কেঁপে ওঠে ওই অঞ্চল। এ ব্যাপারে পাকিস্তানের আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতমালায় এর উৎসস্থল। ভূপৃষ্ঠের একশ ৫৭ কিলোমিটার গভীরে এই কম্পনের সূত্রপাত। পাকিস্তানের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) মুখপাত্র তাইমুর আলি জানিয়েছেন, পেশোয়ার, মালাকান্দ, মর্দান, চারসাড্ডা ও হাজারা এলাকায় এই কম্পন অনুভূত হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

Share.