বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

পিরোজপুরে হত্যা মামলায় দুই যুবকের মৃত্যুদণ্ড

0

ঢাকা অফিস: পিরোজপুরের কাউখালীতে উজ্জল আকন নামে এক কিশোরকে হত্যার অভিযোগে দুই যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার বাংলাদেশ সময় বিকেলে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শামসুল হক এ রায় প্রদান করেন। এ সময় আদালতের বিচারক দন্ডপ্রাপ্তদের আরও ৫০ হাজার টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলেন, জেলার কাউখালী উপজেলার বড় বিড়ালঝুড়ি গ্রামের আক্তার হোসেন আকনের ছেলে লিটন আকন (২৯) এবং কাউখালী উপজেলার গোসনতারা গ্রামের আইউব আলী সরকারের ছেলে সাহেদ সরদার (৩০)। নিহত উজ্জল আকন (১৫) জেলার কাউখালী উপজেলার বড় বিরালঝুড়ি গ্রামের মো. শহিদ আকনের ছেলে।  বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট খান মো. আলাউদ্দিন জানান, ২০১২ সালের ৮ জুলাই দন্ডপ্রাপ্ত আসামি লিটন আকন ও সাহেদ সরদার নিহত উজ্জল আকনকে তাস খেলার নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আসামিরা উজ্জলের কাছে থাকা সাড়ে ১২ হাজার টাকা ও একটি মোবাইলফোন ছিনিয়ে নেয়ার জন্য ইট দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে স্থানীয় একটি পান বড়ছে লাশ লুকিয়ে রাখে। ঘটনার ৪ দিন পর নিহত উজ্জল আকনের লাশ উদ্ধার করে। একইদিন উজ্জল আকনের পিতা শহিদ আকন কাউখালী থানায় একটি হত্যা মামলা করেন।

Share.