পুলিশের সংস্কারে ট্রাম্পের স্বাক্ষর পুলিশের সংস্কারে ট্রাম্পের স্বাক্ষর

0

ডেস্ক রিপোর্ট: কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী বিক্ষোভের মধ্যে পুলিশ বাহিনীতে কিছু সংস্কার এনে একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে পুলিশ বিভাগকে পুরোপুরি ঢেলে সাজানোর বিষয়টি নাকচ করে দেন তিনি। এ অবস্থায় এখনও যুক্তরাষ্ট্রের বিভিন্নস্থানে বিক্ষোভ অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে বর্ণবাদ বিরোধী বিক্ষোভের আগুন যেন থামছেই না। এর মধ্যেই নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে বিক্ষোভে গুলি চালায় পুলিশ। এতে ৩১ বছর বয়সী এক ব্যক্তি আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে বিক্ষোভের জেরে মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস পার্ক থেকে ক্রিস্টোফার কলম্বাসের ভাস্কর্য আগেভাগেই সরিয়ে নেয় কর্তৃপক্ষ। তবে সেসময় বিক্ষোভ করে বর্ণবাদবিরোধীরা।মিশিগানে বর্ণবাদবিরোধী আন্দোলনে পুলিশ কর্মকর্তারা একাত্মতা প্রকাশ করেছেন। তারা বলেন, পুলিশ বাহিনীতে গুটি কয়েক খারাপ কর্মকর্তা আছে ঠিকই কিন্তু ভালো কর্মকর্তার সংখ্যাই বেশি। এর মধ্যেই পুলিশে কিছু সংস্কার এনে একটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও বিক্ষোভকারীদের দাবি অনুযায়ী, পুরো বিভাগকে সম্পূর্ণ ঢেলে সাজানোর বিষয়টি নাকচ করে দেন তিনি। পুলিশি নির্যাতনের ঘটনাগুলোর একটি ডাটাবেজ তৈরির কথা বলা হয়েছে ওই আদেশে। পরে এক ভাষণে ট্রাম্প বলেন, মার্কিন নাগরিকরা আইনের শাসন চান। এটি নিশ্চিত করা সরকারের দায়িত্ব। নয়তো দুর্বলদের ওপর অত্যাচারের মাত্রা বাড়বে।এদিকে, এখনও যুক্তরাষ্ট্রে থেমে নেই কোভিড নাইনটিনে মৃত্যুর মিছিল। এ অবস্থায় কানাডার সঙ্গে সীমান্ত বন্ধ রাখার মেয়াদ আগামী ২১ জুলাই পর্যন্ত বেড়েছে।

Share.