প্রতিপক্ষের হামলায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত

0

ঢাকা অফিস: মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে সোমবার রাতে আবু সাইদ মোল্লা ( ৬০) নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছে। তিনি মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের নুরুল ইসলাম মোল্লার ছেলে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আবু সাইদ মোল্লা পার্শ্ববতী বড়রিয়া গ্রামের মেলা দেখে রাতে বাড়িতে ফেরার পথে বালিদিয়া মধ্যপাড়ায় পৌছালে প্রতিপক্ষের হামলায় ঘটনাস্থলে নিহত হন। উক্ত এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান ও নুরুল মৃধা নামে দুইদলের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র বিরোধ চলে আসছিল । নিহত আবু সাইদ মোল্লা নুরুল মৃধার দলের সদস্য । মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক বিশ্বাস জানান, মহম্মদপুর উপজেলার বালিদিয়া গ্রামে আবু সাইদ মোল্লা নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছে।

Share.