পড়াশোনা করে সবাই ডিসি-এসপি হতে চায়, মানুষ হতে চায় না: খাদ্যমন্ত্রী

0

ঢাকা অফিস: খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, ‘এখনকার সময়ে শিক্ষার্থীরা পড়াশোনা করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডিসি কিংবা এসপি হতে চায়। কিন্তু পড়াশোনা করে কেউ মানুষের মতো মানুষ হতে চায় না। এর ফলে সমাজে দিন দিন অবক্ষয় বাড়ছে। এজন্য পড়াশোনা করে জীবনে প্রকৃত মানুষ হতে হবে।’ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) শহরের সরকারি কেডি উচ্চ বিদ্যালয়ের ১৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে এ কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘আমি এই বিদ্যালয়ের ছাত্র। এখান থেকেই আমার শিক্ষা জীবনের শুরু। এই বিদ্যালয় থেকে শিক্ষা অর্জন করে আজ অনেকেই দেশের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পড়াশোনা করে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হতে হবে। তাহলেই দেশ ও জাতীর কল্যাণে কাজ করা সম্ভব।’ শিক্ষার্থীদের সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান মন্ত্রী। কেডি বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আয়োজন কমিটির আহ্বায়ক সভাপতি শ্যাম পদ মোস্তফির সভাপতিত্বে এসময় নওগাঁ জেলা প্রসাশক হারুন-অর-রশিদ, রানার গ্রুপের পরিচালক এবং কেডির সাবেক ছাত্র হাফিজুর রহমান,  নওগাঁ চেম্বারের সাবেক সভাপতি মোহাম্মদ আলী দ্বীনসহ বিদ্যালয়ের বর্তমান এবং সাবেক ছাত্ররা এসময় উপস্থিত ছিলেন।

Share.