ডেস্ক রিপোর্ট: ফরাসি বাহিনীর অভিযানে মালিতে ৩৩ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। শনিবার (২১ ডিসেম্বর) পশ্চিম আফ্রিকার ওই দেশটির মোপ্তি এলাকায় এই অভিযান চালানো হয়। এ প্রসঙ্গে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, ‘সকালে (শনিবার) ফরাসি ও বুরকান সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩ জঙ্গি নিহত হয়েছে। জঙ্গিদের বন্দিদশা থেকে মালির দুই পুলিশকে উদ্ধার ও সশস্ত্র গোষ্ঠীর একজনকে আটক করা হয়েছে।’ ফরাসি সেনাবাহিনী জানিয়েছে, মোরিতানিয়ার সীমান্তে শুক্রবার সারারাত অভিযান চালানো হয়। গত নবেম্বরে মালিতে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস দুইটি ফরাসি হেলিকপ্টারে গুলি ধ্বংস করে। এতে ১৩ ফরাসি সেনা নিহত।
ফরাসি বাহিনীর অভিযানে মালিতে ৩৩ জঙ্গি নিহত
0
Share.