ফারুকীর নতুন ছবিতে অস্ট্রেলিয়ার মিশেল মেগান

0

বিনোদন ডেস্ক : দর্শকপ্রিয় চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী আবারো নতুন ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। আন্তর্জাতিক এই সিনেমার নাম ‘নো ল্যান্ডস ম্যান’। এ ছবিতে প্রযোজক হিসেবে যুক্ত হয়েছেন ‘ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ড’ জয়ী মার্কিন প্রযোজক ও চলচ্চিত্র নির্মাতা শ্রীহরি শাথে। এতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন অস্ট্রেলিয়ার অভিনেত্রী মিশেল মেগান। প্রযোজক ও নির্মাতা শ্রীহরি শাথে ‘এক হাজারি নোট’ নামক চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি বেশকিছু ইন্ডিপেন্ডেন্ট সিনেমার প্রযোজক হিসেবে যুক্ত ছিলেন। পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী বর্তমানে দেশের বাইরে আছেন। তিনি মুঠোফোনে বলেন, আমার নতুন ছবিতে অস্ট্রেলিয়ার অভিনেত্রী মিশেল মেগান অভিনয় করবেন। জানা যায়, গত এক বছর ধরে ফারুকী নতুন চলচ্চিত্রটির মূল নারী চরিত্রের জন্য অভিনেত্রী খুঁজছিলেন।

Share.