শনিবার, ডিসেম্বর ৭

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এশিয়া একাদশে পাকিস্তানি ক্রিকেটারদের চায় না ভারত

0

স্পোর্টস ডেস্ক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনে থাকছে নানা আয়োজন। বাংলাদেশে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশ নিয়ে দুটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের কথা আগেই জানিয়েছিল বিসিবি। এশিয়া একাদশ বলা হলেও তাতে জায়গা মিলছে না কোনো পাকিস্তানি ক্রিকেটারের! এমনটির পেছনে কাজ করছে ভারত ও পাকিস্তানের সাম্প্রতিক সম্পর্ক। এমনিতে দেশ দুটির রাজনৈতিক বৈরিতা বেশ পুরনো। যে কারণে দ্বিপক্ষীয় সিরিজেও দেখা হয় না দুই দলের। বৈশ্বিক টুর্নামেন্টে শুধু খেলতে দেখা যায় তাদের। নেতিবাচক এই সম্পর্কের কারণে অনেকে ভেবেছেন মার্চে অনুষ্ঠেয় এশিয়া একাদশের ম্যাচটাতে পাকিস্তান অথবা ভারতের ক্রিকেটাররাই শুধু একাদশে থাকবেন। সাম্প্রতিক দৃশ্যপটে আসলে ঘটতে চলেছে এমনটাই। নিরাপত্তাহীনতার আশঙ্কায় পাকিস্তানে টেস্ট খেলতে চায় না বাংলাদেশ। বাংলাদেশের এমন ঘোষণার পর উস্কে দেওয়ার মতো মন্তব্য করেছেন পিসিবি চেয়ারম্যান এহসান মানি। তিনি বলেছেন, ‘এই মুহূর্তে পাকিস্তানের চেয়ে নিরাপত্তা ঝুঁকিতে আছে ভারত।’ এছাড়া বিসিসিআইয়ের নতুন পরিকল্পনা চার জাতির সুপার সিরিজ নিয়েও আপত্তিকর মন্তব্য করেছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ। তিনি বলেছেন, ‘তিন মোড়ল তত্ত্বের মতো ব্যর্থ হবে এই সিরিজ।’ এমন সব ঘটনার পর এবার ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিসিসিআই দাবি করছে, বাংলাদেশে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি ম্যাচে কোনো পাকিস্তানি ক্রিকেটারকে আমন্ত্রণ করা হবে না। বিসিসিআইয়ের যুগ্ম সাধারণ সম্পাদক জয়েশ জর্জ বার্তা সংস্থা আইএএনএসকে জানিয়েছেন, ‘আমরা যেটা জানতে পেরেছি, এশিয়া একাদশে কোনো পাকিস্তানি ক্রিকেটার থাকবে না। এটাই বার্তা, তাই দুই দেশের একত্রে আসার সম্ভাবনা বা দলে নেওয়ার প্রশ্নই আসে না।’ মার্চে হতে যাওয়া এই ম্যাচটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেবে আইসিসি। তাতে এশিয়া একাদশে ভারত থেকে খেলবেন ৫ ক্রিকেটার। দল নির্বাচনে ভূমিকা রাখবেন বিসিসিআই সভাপতি সৌরভ। এ প্রসঙ্গে জয়েশ জর্জ জানিয়েছেন, ‘এশিয়া একাদশে কোন ৫ ক্রিকেটার খেলবেন এটা নির্ধারণ করবেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী।’

Share.