শনিবার, ডিসেম্বর ৭

বছরের শুরুতে একসঙ্গে দুই ছবি

0

বিনোদন ডেস্ক: নতুন বছরের শুরুতে দর্শকদের একসঙ্গে দুটি ইংরেজি ভাষার ছবি উপহার দিচ্ছে স্টার সিনেপ্লেক্স। এরমধ্যে রয়েছে ক্রাইম থ্রিলার ছবি ‘দ্য ইনফরমার’ এবং সায়েন্স ফিকশন হরর ছবি ‘আন্ডারওয়াটার’। দুটি ছবিই আন্তর্জাতিকভাবে মুক্তি পেতে যাচ্ছে ১০ জানুয়ারি। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাচ্ছে ছবিগুলো। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ।  সুইডিশ উপন্যাস ‘থ্রি সেকেন্ডস’ অবলম্বনে ব্রিটিশ ক্রাইম থ্রিলার ছবি ‘দ্য ইনফরমার’ পরিচালনা করেছেন ইতালিয়ান নির্মাতা আন্দ্রে ডি স্টেফানো। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুইডিশ অভিনেতা জোয়েল কিন্নাম্যান। এছাড়া রয়েছেন ক্লাইভ ওয়েন, আনা ডি আরমাস, রোসমন্ড পাইকসহ আরও অনেকে। ধুন্ধুমার অ্যাকশন আর চোখ ধাঁধানো সব দৃশ্যে ঠাসা ছবিটি যে দর্শকদের মন জয় করেছে তার আভাস পাওয়া যায় যুক্তরাজ্যে ছবির বক্স অফিস ফলাফল দেখে। ইতোমধ্যে যুক্তরাজ্যে মুক্তি পাওয়া ছবিটি প্রায় দেড় মিলিয়ন মার্কিন ডলার আয় করেছে। আশা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশেও ছবিটি ভালো সাড়া পাবে। রটেন টমেটো, হলিউড রিপোর্টারসহ খ্যাতনামা পত্রিকাগুলোর রিভিউয়ে ছবিটি ইতিবাচক অবস্থানে আছে। এদিকে ‘আন্ডারওয়াটার’ পরিচালনা করেছেন উইলিয়াম ইউব্যাঙ্ক। প্রধান চরিত্রে অভিনয় করেছেন টোয়াইলাইট তারকা ক্রিস্টেন স্টুয়ার্ট। এ ছবিতে সম্পূর্ণ ভিন্নরূপে দেখা যাবে তাকে। ইতোমধ্যে যারা ছবির ট্রেলার দেখেছেন তারা এ সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন নিশ্চয়ই। লাস্যময়ী অভিনেত্রী ক্রিস্টেন বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে পছন্দ করেন। তার ট্রেডমার্ক ছবিগুলোতে এটা প্রতীয়মান হয়। ‘আন্ডারওয়াটার’ তার নতুন চ্যালেঞ্জ বলে জানিয়েছেন তিনি। হলিউড রিপোর্টারকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘আমি নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে দর্শকদের সামনে আসতে চাই। নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে চাই। ‘আন্ডারওয়াটার’ আমার জন্য তেমনই একটি কাজ। অসাধারণ এক অভিজ্ঞতা। যা দর্শকদের সঙ্গে ভাগাভাগি করতে পারলে আমি আনন্দিত হবো।’’

Share.