শুক্রবার, ডিসেম্বর ২৭

বন্দী তালিকা বিনিময় ভারত-পাকিস্তানের

0

ডেস্ক রিপোর্ট: পাকিস্তান এবং ভারত পরমাণু স্থাপনার তালিকা বিনিময় হয়ে গেছে আগেই। এবারে দুদেশের জেলে বন্দীদের তালিকা বিনিময় করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, ইসলামাবাদের হাতে ভারতীয় জেলে বন্দী ২৬৭ জন সাধারণ পাকিস্তানি নাগরিক ও ৯৯ জন মৎস্যজীবীর তালিকা তুলে দেওয়া হয়েছে। ভারতের হাতেও পাকিস্তানের জেলে বন্দী ৫৫ জন সাধারণ ভারতীয় নাগরিক ও ২২৭ জন মৎস্যজীবীর তালিকা তুলে দিয়েছে ইসলামাবাদ। ভারত বলছে, সাধারণ ভারতীয় বন্দী, ‘নিখোঁজ’ ভারতীয় সেনা ও মৎস্যজীবীদের দ্রুত মুক্তি নিশ্চিত করতে পাকিস্তানকে নির্দেশ দেওয়া হয়েছে। ৪ সাধারণ ভারতীয় বন্দী ও ১২৬ জন মৎস্যজীবীকে শনাক্ত করেছে দিল্লি। তাদের যত দ্রুত সম্ভব মুক্তি দিতে বলেছে ভারত। ১১৪ জন বন্দীর সঙ্গে ভারতীয় কূটনীতিকদের দ্রুত দেখা করতে দেওয়া উচিত বলে জানানো হয়। ৮২ পাকিস্তানি বন্দর শনাক্তকরণ প্রক্রিয়াও দ্রুত শেষ হওয়া দরকার বলে জানিয়েছে দিল্লি। ২২টি ভারতীয় নৌকা রয়েছে পাকিস্তানের হেফাজতে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেগুলো ফেরাতে ভারতীয় দলের করাচি যাওয়ার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে ইসলামাবাদকে।

Share.