বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

বাংলাদেশকে হারিয়ে কলকাতা টেস্টে ভারত ম্যাচ জিতে নিল ইনিংস ও ৪৬ রানে

0

স্পোর্টস ডেস্ক: কলকাতা ইডেন গার্ডেন্সে ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ । তৃতীয় দিনে ইনিংস পরাজয় এড়াতে পারে কিনা দেখার বিষয় ছিলো সেটাই । পারেনি বাংলাদেশ। কলকাতা টেস্টের তৃতীয় দিনে সকালে ৪৭ মিনিটেই গুটিয়ে গেছে দলটি। হেরেছে ইনিংস ও ৪৬ রানে। ইনিংস পরাজয় এড়াতে বাংলাদেশের আশা হয়ে থাকা মুশফিক আউট হয়েছেন ৭৪ রানে। শেষ দিকে আল আমিন হোসেন করেছেন ২১। মুশফিক আউট হওয়ার পর অপেক্ষা ছিল ম্যাচ শেষ হওয়ার। সময় বেশি লাগেনি। আল আমিনকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংস শেষ করে দিয়েছেন উমেশ যাদব। মাহমুদউল্লাহ নামেননি ব্যাটিংয়ে।

বাংলাদেশের ইনিংস শেষ ১৯৫ রানে। ম্যাচ সেরা ও সিরিজ সেরা হয়েছেণ ইশানত শর্মা।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৩০.৩ ওভারে ১০৬

ভারত ১ম ইনিংস: ৮৯.৪ ওভারে ৩৪৭/৯

বাংলাদেশ ২য় ইনিংস: ৪১.১ ওভারে ১৯৫ (আগের দিন ১৫২/৬) (সাদমান ০, ইমরুল ৫, মুমিনুল ০, মিঠুন ৬, মুশফিক ৭৪, মাহমুদউল্লাহ ৩৯ (আহত অবসর), মিরাজ ১৫, তাইজুল ১১, ইবাদত ০, আল আমিন ২১, আবু জায়েদ ২*; ইশান্ত ১৩-২-৫৬-৪, উমেশ ১৪.১-১-৫৩-৫, শামি ৮-০-৪২-০, অশ্বিন ৫-০-১৯-০, জাদেজা ১-০-৮-০)।
Share.