আজ বাংলাদেশের ৫৮ ইউপি নির্বাচনে ভোটগ্রহণ

0

ঢাকা অফিস: দেশের ৩৮টি জেলার ৫৮টি ইউনিয়ন পরিষদে আজ সোমবার (৩০ ডিসেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ছয়টিতে সাধারণ ও বাকিগুলোতে বিভিন্ন পদে উপনির্বাচন হবে। ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচনী এলাকাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে বিজিবি, র‌্যাব ও পুলিশ। সহিংসতার শঙ্কায় শেষ মুহূর্তে কয়েকটি ইউনিয়ন পরিষদে বিজিবি ও র‌্যাবের টিম বাড়াতে গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব চিঠি দিয়েছেন ইসিকে। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। ইসি সচিবালয় সূত্র জানায়, আজ ৮০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণের কথা ছিল। এর মধ্যে ২২টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হওয়ায় সেখানে ভোটগ্রহণের প্রয়োজন হচ্ছে না। বাকি ৫৮টি ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সূত্র জানায়, যেসব ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন এবং যেসব ইউনিয়নে চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে, সেখানে পুলিশ, এপিবিএন, ব্যাটালিয়ন আনসার সমন্বয়ে তিনটি করে মোবাইল টীম, একপ্লাটুন করে বিজিব এবং র‌্যাবের ২টি টীম মাঠে রয়েছে। যেসব ইউনিয়নে শুধু সংরক্ষিত ও সাধারণ সদস্য পদে ভোটগ্রহণ হবে, সেসব ইউনিয়নে র‌্যাবের দুটি টিম রয়েছে। এছাড়া সহিংসতার শঙ্কায় নির্বাচনের আগের দিন রবিবার ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়ন পরিষদে অতিরিক্ত এক প্লাটুন বিজিবি ও র‌্যাবের দুটি টিম এবং মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়ন পরিষদে অতিরিক্ত ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করার নির্দেশনা দিয়েছে ইসি।

Share.