বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মৃত্যু-১৫, আক্রান্ত-১২০২

0

ঢাকা অফিস: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ২৯৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে শনাক্ত করা হয়েছেন আরও ১২০২ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৬৫ জনে। শুক্রবার বাংলাদেশ সময় দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে যুক্ত হয়ে করোনা ভাইরাস সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

Share.