শনিবার, ডিসেম্বর ৭

বাবরি মসজিদের রায় বিচার বিভাগের স্বর্ণালী অধ্যায়: মোদি

0

ডেস্ক রিপোর্ট: বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ রায়কে ‘ভারতের বিচার বিভাগের ইতিহাসে স্বর্ণালী অধ্যায়’ হিসেবেও আখ্যায়িত করেছেন তিনি। রায় ঘোষণার পর শনিবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন মোদি। অযোধ্যায় মুঘল আমলে নির্মিত বাবরি মসজিদ ভেঙে ফেলার পর ভারতে মুসলিমবিরোধী দাঙ্গায় কমবেশি দুই হাজার মানুষকে হত্যা করা হয়। মসজিদটির জমির মালিকানা নিয়ে প্রশ্ন তুলে সেটি গুঁড়িয়ে দেয় কট্টরপন্থী হিন্দুরা। তাদের দাবি, বাবরি মসজিদের জায়গাতেই ভগবান রামের জন্ম হয়েছিল। রাম মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করা হয়েছিল। তবে মুসলিমরা বলছেন, মন্দির ভেঙে মসজিদ তৈরির কোনও প্রমাণ নেই। তাদের দাবি, ১৯৯২ সালের ডিসেম্বরে বলপূর্বক ঐতিহাসিক মসজিদটি ভেঙে দেয় উগ্র হিন্দুত্ববাদীরা। তাই সেখানে মসজিদটি পুনঃস্থাপনই যৌক্তিক। পরে বিষয়টি আদালতে গড়ায়। শনিবারের রায় ভারতজুড়ে ব্যাপক ধরপাকড় চালানো হয়। আটক করা হয় অর্ধসহস্রাধিক মানুষকে। নজরদারি বাড়ানো হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। সর্বশেষ রায় ঘোষণার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ রায় নিয়ে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি বলেন, সুপ্রিম কোর্ট ধৈর্য ধরে সবার কথা শুনেছে এবং একটি সর্বসম্মত সিদ্ধান্ত দিয়েছে। এর মধ্য দিয়ে তারা তাদের দৃঢ়তা দেখিয়েছে। ফলে আমাদের বিচারক, আদালত এবং সামগ্রিক বিচার ব্যবস্থা প্রশংসার দাবিদার। ভারতের প্রধানমন্ত্রী বলেন, ন্যায় বিচারের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হয়। সেই অপেক্ষার ফল মিলেছে। এবার নয়া ভারতের সূচনা হবে। নতুন ভারত বিশ্ব জয় করবে। তিনি বলেন, আজ এমন এক মামলার রায় হলো যার দীর্ঘ ইতিহাস রয়েছে। দেশবাসীর ইচ্ছে ছিল এ মামলার রায় হোক। অবশেষে সেই রায় এসেছে। এতদিন বিশ্ব জানতো ভারত দুনিয়ার বৃহত্তম গণতন্ত্রিক দেশ। কিন্তু আজ বিশ্ব জানতে পারছে এখানে গণতন্ত্রের ভিত্তি কতটা শক্তিশালী। এদিকে রায় ঘোষণার পর ভারতের সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী জাফরাইব জিলানি বলেন, ‘আমরা রায়ে প্রতি শ্রদ্ধাশীল তবে আমরা সন্তুষ্ট নই। এই রায়ে স্ববিরোধিতা আছে। আমরা রায় পুনর্বিবেচনার আর্জি জানাবো। আমাদের কাছে ৫ একর জমির মূল্য নেই। তবে আমাদের এই রায় মানতে হবে।’ স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ১০টায় মামলার রায় ঘোষণা শুরু করেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ। রায় অনুযায়ী, বাবরি মসজিদের ২ দশমিক ৭৭ একর জমি রাম মন্দির নির্মাণের জন্য দেওয়া হবে। ওই জমির বদলে অযোধ্যার অন্য কোথাও মসজিদ নির্মাণের জন্য মুসলমানদের পাঁচ একর জমি দেওয়া হবে। তবে এ রায়ে অসন্তোষ জানিয়েছে মুসলিমরা। অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন ও লোকসভার এমপি আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন,মুসলমানদের দানের জমির কোনও প্রয়োজন নেই। জামায়াতে ইসলামী হিন্দ-এর আমির সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি বলেছেন, এ রায়ে ভারতের মুসলমানরা সন্তুষ্ট নয়। তবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার তাগিদ দিয়েছেন তিনি। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে।

Share.