বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

বিজয়ী হওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি: তা‌বিথ

0

ঢাকা অফিস: ভোটগ্রহণের পরিবেশ নিশ্চিত করতে ইসির প্রাতি আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সি‌টি কর‌পোরেশনে (ডিএনসিসি) বিএন‌পির মেয়রপ্রার্থী তা‌বিথ আউয়াল। তিনি বলেছেন, যেভাবে ভোটারদের মধ্যে সাড়া পাচ্ছি তাতে ধানের শীষের বিজয় ঠেকানো যাবে না। বিজয়ী হওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি আমরা নিয়েছি। আমরা ভোট কেন্দ্রে যাব, আমাদের পোলিং এজেন্টরা যাবেন, প্রার্থীরা যাবেন। ভোটগ্রহণের পরিবেশ ইসিকে নিশ্চিত করতে হবে। বুধবার সাড়ে ১১টায় ১৮ নম্বর ওয়ার্ডের নর্দ্দায় নির্বাচনী প্রচারণায় তাবিথ আউয়াল বলেন, কমিশন ভালোভাবেই জানে যে অবাধ ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ করতে গেলে কী কী পরিস্থিতি মোকাবিলা করতে হয়। তাই সব পরিস্থিতিতে যেন ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন তা কমিশনকেই নিশ্চিত করতে হবে। ‘‌‌‌‌‌সব অবস্থায় আপনারা প্রস্তুত থাকবেন। নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। কোনো ভয়ের কিছু নেই। আপনারা ধানের শীষে ভোট দেবেন, আপনাদের অধিকার চর্চা করবেন। নাগরিক দায়িত্ব পালন করবেন’ ভোটার দের প্রতি এমন আহ্বান জানান তাবিথ।

Share.