বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬

বিয়ের কেনাকাটা করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

0

ঢাকা অফিস: নাটোরের সিংড়ায় বিয়ের কেনাকাটা করতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নয়ন কুমার মহন্ত (৩২) নামে এক যুবকের। সে উপজেলার পাকুরিয়া কালাইকুড়ি গ্রামের অজিত মহন্তের পুত্র। জানা যায়, বৃহস্পতিবার নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম লাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, প্রায় ৬ মাস আগে মালয়েশিয়া থেকে বাড়ি আসে নয়ন, আগামী বুধবার তাঁর বিয়ের দিন ধার্য করা ছিলো। বিয়ের কেনাকাটা করতে সিংড়া আসে, সিংড়া থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা মটরসাইকেলকে সাইড দিতে দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।এ সময় নয়নের মাথায় আঘাত লাগে। গুরুত্বর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে। তাঁর মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে আসে। সিংড়া থানার ওসি নুর-এ-আলম সিদ্দিকী জানান, বিষয়টি শুনেছি, তবে বিস্তারিত বলতে পারবো না।

Share.