শনিবার, ডিসেম্বর ৭

ভিপি নুরসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা

0

ঢাকা অফিস: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার মামলাটি দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়েরর শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ছাত্র ও সাব্বির গোপালগঞ্জের কোটালীপাড়া থানার এনামুল হকের ছেলে ডিএম সাব্বির হোসেন। থানা সূত্র জানায়, মামলায় ভিপি নুরুল হক নুরসহ ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, গত রোববার রড, লাঠি ও বাঁশ নিয়ে ভিপি নুরুলের ওপর হামলা চালান মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীরা। এ সময় নুরুলের সঙ্গে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও কয়েকটি কলেজের কিছু ছাত্রসহ অন্তত ৩০ জন আহত হন।

Share.