ঢাকা অফিস: সারাদেশে ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে ২ হাজার ১৪৫টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘নকল-ভেজাল ওষুধ উৎপাদন ও বিক্রির দায়ে ২০১৯ সালে ১২ কোটি ৪১ লাখ ৬ হাজার ৪৮৪ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে সরকারি দলের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এসব মামলায় ৩৯ জন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে, ৪৪টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে। আনুমানিক ৩১ কোটি ৭৬ লাখ টাকা মূল্যের নকল-ভেজাল ওষুধ জব্ধ ও ধ্বংস করা হয়েছে।’ ৪১টি ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের ওষুধ উৎপাদনের লাইসেন্স সাময়িক বাতিল করা হয়েছে বলেও তিনি জানান।
ভেজাল ওষুধ উৎপাদন-বিক্রির দায়ে একবছরে সাড়ে ১২ কোটি টাকা জরিমানা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
0
Share.