শনিবার, ডিসেম্বর ৭

ভৈরবে কুকুরের কামড়ে ৭ জন আহত

0

ঢাকা অফিস: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় কুকুরের কামড়ে সাতজন আহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া গ্রামে এ সব ঘটনা ঘটে।এ সময় একটি কুকুর আবুবকর (৫৫), শাহারুল (২২), শামীম (৩), শুভ (৯), সানজিদা (৪), শরীফা বেগম (৩৭) ও রহিমা খাতুন (৪০) নামের সাতজনকে কামড়ায়।আহত আবুবকর বলেন, ‘সোমবার রাত ৯টার দিকে কুকুরটি আমাকে কামড়ায়। আজ সকালে আমি একটি বেসরকারি হাসপাতাল থেকে ভ্যাকসিন নিয়েছি।’আগানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ইয়াহিয়া জানান, সোমবার সন্ধ্যায় লাল রঙের একটি বেওয়ারিশ কুকুর হঠাৎ করে শিশু শামীমকে কামড় দেয়। এরপর এলাকাবাসী কুকুরটিকে ধরতে তাড়া করে। রাত ৯টা পর্যন্ত কুকুরটি একের পর এক নারী, পুরুষ ও শিশুদের কামড়াতে থাকে। মোট সাতজনকে কামড় দেয় কুকুরটি। রাতেই কুকুরটি ধরে মেরে ফেলে গ্রামবাসী।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রেজিনা পারভীন জানান, আজ মঙ্গলবার দুপুর দেড়টা পর্যন্ত লুন্দিয়া গ্রামের কেউ কুকুরের কামড়ের জন্য চিকিৎসা নিতে আসেননি। তবে পৌর এলাকার কমলপুর, কালিকাপ্রসাদ ইউনিয়নের কালিকাপ্রসাদ ও শ্রীনগর ইউনিয়নের বধূনগর গ্রামের তিন ব্যক্তি কুকুরের কামড়ের ভ্যাকসিন নিয়েছেন। তাদের তিনজনকেই কয়েকদিন আগে কুকুর কামড় দিয়েছিল।

Share.