মধ্যপ্রাচ্যে অতিরিক্ত ৩ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

0

ডেস্ক রিপোর্ট: ৮২তম এয়ারবর্ন ডিভিশন থেকে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত প্রায় তিন হাজার সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। দেশটির এক কর্মকর্তা জানিয়েছেন, ওই অঞ্চলে মার্কিন বাহিনীর ওপর হুমকি বাড়তে থাকায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এসব সেনা মোতায়েন করা হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পর এই পদক্ষেপ নিল ওয়াশিংটন। শুক্রবার (৩ জানুয়ারি) ভোরে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক মার্কিন বিমান হামলায় নিহত হন ইরানের প্রভাবশালী কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি। ইরাকের ইরানপন্থী মিলিশিয়া জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) ডেপুটি কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসও ওই হামলায় নিহত হন। এই হামলার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। মার্কিন কর্মকর্তারা বলছেন, ইরান অনিবার্য পদক্ষেপের পরিকল্পনা করছে যাতে আমেরিকান নাগরিকদের ওপর হুমকি তৈরি হয়েছে। এর আগে গত সপ্তাহে ইরাকে মার্কিন দূতাবাসে বিক্ষোভকারীরা ঢুকে পড়লে কুয়েতে অতিরিক্ত প্রায় ৭৫০ সেনা পাঠায় যুক্তরাষ্ট্র। নতুন করে অতিরিক্ত তিন হাজার সেনা তাদের সঙ্গে যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে।

Share.