মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের শক্তি বাড়াতে ১০০ কোটি ডলার দিল সৌদি

0

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন সেনা পাঠানোর জন্য তাদের মিত্র দেশ সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ১০০ কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে। মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারের মাধ্যমে এ খবর দিয়েছে ফক্স নিউজ। খবরে বলা হয়, এ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন প্রসঙ্গে বলেন, ‘সৌদি আরব আমাদেরকে (আমাদের সেনার জন্য) অর্থ পরিশোধ করেছে। এছাড়াও আমাদের (যুক্তরাষ্ট্রের) সঙ্গে সৌদি আরবের সম্পর্কও খুব ভালো ও শক্ত।’ ট্রাম্প আরও বলেন, ‘আমি বলেছি, শুনুন, আপনারা খুবই ধনী দেশ। আপনারা কি আরও সৈন্য চাচ্ছেন? যদি চান তাহলে আমি আপনাদেরকে তা (সেনা) পাঠাবো। কিন্তু আপনাদের এর জন্য আমাদেরকে অর্থ পরিশোধ করতে হবে। তারা আমাদের অর্থ পরিশোধ করে ফেলেছে। ইতোমধ্যে আমাদের নামে ব্যাংকে ১০০ কোটি মার্কিন ডলার জমা পড়েছে।’ গত বছরের অক্টোবরে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানায়, সৌদি আরবে অতিরিক্ত ৩ হাজার মার্কিন সেনা ও সামরিক সরঞ্জাম পাঠানোর ব্যাপারে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র।

Share.