মুক্তি পাচ্ছে রাকুলপ্রীতের নতুন ছবি ‘ইন্ডিয়ান ২’

0

বিনোদন ডেস্ক: তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ তিনি। তেলুগু ছাড়াও তামিল ও বলিউডি ছবিতেও নিজের জাত চিনিয়েছেন তিনি। সেই রাকুলপ্রীত সিংহ সুইমসুট পরা একটি ছবি সম্প্রতি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। তার পরই নেটদুনিয়ায় আলোচনা শুরু হয়েছে এই অভিনেত্রীকে নিয়ে। সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় থাকেন এই নায়িকা। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা এক কোটি ২৭ লক্ষ! সুইমশুটের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করতেই প্রায় ১৪ লক্ষ ইউজার লাইক করেছেন সেই ছবি। ছবিতে রাকুলকে দেখা যাচ্ছে সমুদ্র সৈকতে। নীল রঙের সুইমসুট পরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। তাঁর চোখে সানগ্লাস। পিছনে শোভা পাচ্ছে সুবিশাল জলরাশি। আর কিছু দিন পরই মুক্তি পাবে রাকুলের পরবর্তী ছবি ‘ইন্ডিয়ান ২’। সেই ছবিতে কমল হাসানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তাঁকে।

Share.