শনিবার, ডিসেম্বর ৭

মেসি-নেইমার-এমবাপ্পের গোলে জিতল পিএসজি

0

স্পোর্টস রিপোর্ট:  ফ্রেঞ্চ লিগ ওয়ানে শনিবার রাতে ট্রয়েসের বিপক্ষে ৪-৩ গোলের কষ্টার্জিত জয়ই পেয়েছে জায়ান্ট ক্লাব পিএসজি। দলের হয়ে একটি করে গোল করেছেন লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে ও কার্লোস সোলের। এদিকে ট্রয়েসের হয়ে মামা বাল্দে দুটি ও আন্তে পালাভের্সা একটি করে গোলের দেখা পেয়েছেন। পার্ক দেস প্রিন্সে অনুষ্ঠিত ম্যাচে বল দখল ও আক্রমণে সফররত ট্রয়েসকে পাত্তাই দেয়নি পিএসজির ফুটবলাররা। পুরো ম্যাচের ৬৮ শতাংশ সময় নিজেদের পায়ে বল রাখতে সক্ষম হয় স্বাগতিক দলের ফুটবলাররা। আর প্রতিপক্ষের গোলবার বরাবর শট নিতে পেরেছে মোট ১১টি। যার মধ্যে গোলের দেখা পেয়েছে চারটিতে। অন্যদিকে পুরো ম্যাচে কেবল ৩২ শতাংশ সময় নিজেদের কাছে রাখতে সক্ষম হয় সফররত ট্রয়েসের ফুটবলাররা। বল দখলে পিছিয়ে থাকা ক্লাবটির গোলবারে শট নিতে পেরেছে মোট পাঁচটি। ফলে গোলের দেখা পেয়েছে তিনটি। বল দখল ও আক্রমণে এগিয়ে থাকা স্বাগতিক পিএসজি পিছিয়ে পড়ে ম্যাচের তৃতীয় মিনিটেই। মামা বাল্দের করা গোলে এগিয়ে যায় ট্রয়েস। ম্যাচের ২৪তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান পিএসজির স্প্যানিশ তারকা ফুটবলার কার্লোস সোলের। প্রথমার্ধ শেষ হয়েছে ১-১ গোল ব্যবধানে। ম্যাচের ৫৫তম মিনিটে সাতবারের ব্যালন ডি‘অর জয়ী লিওনেল মেসির করা গোলে এগিয়ে যায় পিএসজি। আর ৬২তম মিনিটে দলের ব্রাজিলিয়ান তারকা নেইমারে করা গোলে ব্যবধান দাঁড়ায় ৩-১। ৭৭তম মিনিটে পেনাল্টি থেকে গোলের খাতায় নাম লেখান কিলিয়ান এমবাপ্পে। তাই পালাভের্সার গোলে ব্যবধানটাই কেবল কমেছে, হার ঠেকানো সম্ভব হয়নি।

Share.